অভিনেত্রী(Actor) আলিয়া ভট্টকে (Alia Bhatt) তার লাগেজ ট্রলি নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGIA) বিমানবন্দরের (Indira Gandhi International Airport) ভিতরে উন্মত্তভাবে দৌড়াতে দেখা গেছে। এই মুহুর্তটি সেখানে উপস্থিত লোকদের দ্বারা ক্যাপচার করা হয়েছিল এবং অনলাইনে ভাইরাল (Online Viral) হয়ে গেছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে হাতে লাগেজ নিয়ে উন্মত্তভাবে ছুটছেন আলিয়া ভট্ট। আর মুহূর্তটি ক্যামেরায় লেন্সবন্দি করেছেন বিমানবন্দরে উপস্থিত লোকেরা। সেই ভিডিও বর্তমানে ভাইরাল নেটমাধ্যমে(Social Media)।
সময়ের পরে কি বিমানবন্দরে পৌঁছেছেন? ফ্লাইট মিস হওয়ার পথে? তাই ছুটছেন কি অভিনেত্রী। না, বাস্তবে নয় ছবির শুটিং-এর জন্য দৌড়াচ্ছেন আলিয়া ভট্ট। কিছুদিন আগেই বিয়ে হয়েছে অভিনেত্রীর। তবে বিয়ের রেশ কাটার আগেই মাঠে নেমেছেন। পরবর্তী ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)-র একটি সিকোয়েন্সের শুটিং চলছিল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সময়।
ছবিটিতে আলিয়ার বিপরীতে অভিনয়ে দেখা যাবে রনবীর সিং (Ranveer Singh)-কে। এছাড়াও ছবিতে রয়েছেন জয়া বচ্চন (Jaya Bachchan), ধর্মেন্দ্র (Dharmendra ) এবং শাবানা আজমিকে (Shabana Azmi)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে উত্তেজনাপূর্ণ পরিবেশে আলিয়াকে একটি নাটকীয় দৃশ্যের শুটিং করতে দেখা যায়। কালো পোশাকে তাঁকে লাগেজ ট্রলি নিয়ে দৌড়তে দেখা যায়। আলিয়ার অনুগামীরা এবং বিমানবন্দরের কর্মীরা মোবাইলে মুহূর্তটি বন্দি করেন। ছবির পরিচালক করণ জোহর। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি।