শুরু হয়ে গিয়েছে চলচ্চিত্র জগতের সম্মানজনক 'কান চলচ্চিত্র উৎসব'। আর চলচ্চিত্রের এই উৎসবের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের পুরনো। কানের লাল গালিচায় তাঁর সাজ দেখার জন্য মুখিয়ে থাকে সকলে। এবারও 'কান চলচ্চিত্র উৎসব' থেকে দীপিকা, তামান্না, পূজাদের লুক সামনে আসার পরেও কোথায় যেন একটা অপূর্ণতা রয়েই গিয়েছিল। তখন যে আসেনি রাই সুন্দরীর সাজের ছবি। অবশেষে ৭৫ তম 'কান চলচ্চিত্র উৎসব'-এ এবারের প্রথম ঝলক সামনে এল ঐশ্বর্য রাই বচ্চনের। আর প্রথম ঝলকেই তিনি সকলের নজর কাড়লেন।
কালো সিলহওটে ড্রেসে ফুলের থ্রি ডি ডিজাইনে মনমুগ্ধ করেছেন নায়িকা। গাউনের গায়ে ও হাতের ডিজাইনে দেখা গিয়েছে ফুলের থ্রি ডি ডিজাইন। ডলস অ্যান্ড গাবানার তৈরি গাউনে নজরকাড়া সাজে ধরা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। মেক-আপের হালকা টাচ। এই মুহূর্তে ভারী মেকআপ আউট অফ ফ্যাশন। আর সেইমতোই নিজেকে মেলে ধরেছেন বচ্চন-ঘরণী। চেহারায় বয়সের ছাপ বোঝা গেলেও, সপ্রতিভ ঐশ্বর্য।
'টম ক্রুজের টপ গান: মেভারিক'-এর স্ক্রিনিং দেখতে বুধবার বিকেলে কান-এ উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ফ্রেঞ্চ রিভিয়েরাতে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন ঐশ্বর্য। লরিয়ালের বরাবরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রতি বছরই সাজে নতুন চমক সামনে নিয়ে আসেন বচ্চন-বধূ। এবারও তার অন্যথা হল না।