২০ এপ্রিল, ২০২৪

Amrita: বিশ্বাসঘাতক ম্যানেজার! যে কারণে সলমনের ব্লকবাস্টার হাতছাড়া অমৃতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-28 09:05:57   Share:   

সলমন খান অভিনীত 'ওয়ান্টেড' (Wanted) সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। বক্স অফিসে সারা ফেলেছিল প্রভুদেবা পরিচালিত সিনেমাটি। রেকর্ড কালেকশন করেছিল ছবিটি। সলমনকে (Salman Khan) দেখা গিয়েছিল ডাকাবুকো পুলিস অফিসারের চরিত্রে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল আয়েশা টাকিয়াকে। চরিত্র দুটির রসায়ন পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু জানেন কি আয়েশার আগে ছবিটির অভিনেত্রী হিসেবে নির্বাচন করা হয়েছিল অমৃতা রাওকে (Amrita Rao)। তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন তা কিন্তু নয়, বরং সিনেমাটি হাতছাড়া হয় তাঁর।

অমৃতা রাও তাঁর লেখা বই 'কাপল অব থিংস-এ লিখেছেন, 'একদিন শ্যুটিং শেষে তাজ বানজারার হোটেল রুমে ফেরার সময় লবিতে দেখা হয় বনি কাপুর প্রোডাকশন সংস্থার এক পরিচিতর সঙ্গে। তিনি বলেছিলেন, আপনার তারিখ মিলে গেলে আজ আপনার সঙ্গে ওয়ান্টেডের জন্য শ্যুটিং করতাম।' একথা শুনে অবাক হয়ে অমৃতা তাঁকে জিজ্ঞেস করেন, 'আমার সঙ্গে ওয়ান্টেডের জন্য কখন কথা হয়?' উত্তরে সেই ব্যক্তি বলেন, 'আমরা আপনার ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছিল আপনার তারিখ মেলা অসম্ভব।'

এই ঘটনায় মনে আঘাত পান অমৃতা, তিনি লেখেন, 'আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আমাকে সে কখনই এত বড় অফারের কথা বলেনি। যদি বলত তবে আমি অবশ্যই সিনেমা করতাম।'


Follow us on :