ব্রেকিং নিউজ
Actress-Aindrila-Sharma-got-mild-cardiac-arrest-again-in-a-week-
Aindrila: ফের হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা, এখন কী অবস্থা অভিনেত্রীর?

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-19 21:26:39


এক সপ্তাহে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা শর্মা। তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল, এদিন জানাল হাসপাতাল। গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক, চলতি সপ্তাহে বেড়েছে তাঁর সংক্রমণ মাত্রাও। শনিবার ফের একবার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’-র খবরে উদ্বেগে ঐন্দ্রিলার অনুরাগীরা।

এদিকে, শুক্রবার রাতে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সম্বন্ধীয় একটি বড় ফেসবুক পোস্ট করেন  সব্যসাচী চৌধুরী। সেখানে যেমন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে ঘুরিয়ে সামাজিক মাধ্যমের ভূমিকার সমালোচনা করা হয়েছে, তেমনভাবেই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনী লেখা হয়েছিল। এদিকে, চলতি মাসের প্রথম থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক হাসাপাতলে চিকিৎসাধীন ঐন্দ্রিলা শর্মা, রয়েছেন ভেন্টিলেশনে। মাঝে একসপ্তাহ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল।

কিন্তু চলতি সপ্তাহেই ফের সংক্রমণ বাড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের। বদলানো হয়েছে অ্যান্টিবায়োটিক। এই অবস্থাতেও লড়ে যাচ্ছেন ফাইটার ঐন্দ্রিলা। আর তাঁর সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় গোটা বাংলা।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন