হর্স রাইডিংয়ের সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত (Actor Injured) অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। দিন কয়েক আগে এভাবে ঘোড়া থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান তিনি। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন বড়পর্দার সর্বজিৎ (Movie Sarbjit)। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
গত বছর সলমন খান অভিনীত রাধে ছবির এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পান হুডা। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁর অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতাল থেকে তখন নিয়মিত সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন রণদীপ। যদিও এবার দুর্ঘটনার পর কয়েক দিন কাটলেও অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই মুহূর্তে বিনায়ক দামোদর সাভারকর বায়োপিকের নাম ভূমিকায় কাজ করছেন তিনি। ইতিমধ্যেই তিনি বাইশ কেজি ওজন কমিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে রণদীপের ওয়েব সিরিজ় ‘ক্যাট’। সিরিজ়ে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।