শহরজুড়ে আজ প্রেমের মরশুম। সেই মরশুমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউডের পরিচিত মুখ অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় (Actor Mainak) এবং তাঁর বান্ধবী ঐশ্বর্য চৌধুরী। প্রেমের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিই নিজেদের বিয়েকে আইনত স্বীকৃতি দিয়েছেন এই দু'জন। অর্থাৎ রেজিস্ট্রি করেন মৈনাক-ঐশ্বর্য। ফেসবুকে প্রথম সেই ছবি শেয়ার করেছেন অভিনেতার স্ত্রী। পরে দেখা যায় মৈনাককে সেই ছবি রি-শেয়ার করতে।
জানা গিয়েছে, ১৮ তারিখ সামাজিক মতে বিয়ে, সেদিনই আবার অতিথি আপ্যায়ন। হাতে সময় খুব কম, তাই শশব্যস্ত অভিনেতা। ২১ তারিখের আগে ফুরসৎ নেই। ক্যালকাটা নিউজ ডিজিটালকে ফোনে এমনটাই জানান অভিনেতা। প্রেমের আয়ু ছয় মাসের কম, তার মধ্যেই বিয়ের সিদ্ধান্ত। তাই প্রস্তুতির সেভাবে সময় পায়নি অভিনেতা। দেখুন সেই ছবি:
এদিকে, ঐশ্বর্য আবার পেশাদার গাড়ি ডিজাইনার। দেশের প্রথমসারির এক গাড়ি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত। পাশাপাশি মৈনাকের হাতে ধুলোকনার মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি ভরা প্রজেক্ট। বক্স অফিসে রমরমিয়ে চলছে বাবা,বেবি, ও... ছবি। তাই বিয়ে সেরেই কাজে ফিরতে হবে দু'জনকে। অতএব বিয়ে পরবর্তী মধুচন্দ্রিমা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি নতুন দম্পতির। আপাতত লক্ষ্য ঘরোয়াভাবে সামাজিক রীতি মেনে বিয়ের অনুষ্ঠান উতরে দেওয়া। পরের কথা পরে ভাবা যাবে। এমনটাই অভিনেতার পরিকল্পনা।
ক্যালকাটা নিউজ ডিজিটালের তরফেও অভিনেতাকে নতুন জীবনের শুভকামনা এবং অভিনন্দন।