২৫ এপ্রিল, ২০২৪

Rehman: প্রসঙ্গ আরআরআর, 'ভারত থেকে ভুল ছবি অস্কারে যায়', অকপট রহমান
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-17 17:40:48   Share:   

৯৫তম অস্কার পুরস্কার মঞ্চে ভারতের ঝুলিতে জোড়া অস্কার। প্রথম ভারতীয় ছবি হিসেবে 'আরআরআর'-র নাটু নাটু গান অস্কার জিতেছে। কিন্তু ভারত থেকে ঠিক ছবি অস্কারের জন্য পাঠানো হচ্ছে না বলে মনে করেন এআর রহমান। তেরো বছর আগে তাঁর হাতেও অস্কার উঠেছিল। নেপথ্যে স্লাম ডগ মিলিওনিয়রের 'জয় হো' গানের মিউজিক। 

রহমানকে এক সাক্ষাৎকারে এসে বলতে শোনা যায়, 'যে ধরনের ভারতীয় ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। আমরা ভুল করছি। আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। কখনও কখনও অন্য জুতোতেও পা গলাতে হয় বইকি!' আরআরআর ছবির নাটু-নাটু গানটি অস্কার পেলে দেশের ভালোই হবে এই কথা আগেই বলেছিলেন রহমান। তিনি আরও জানান, 'যদি পশ্চিমের দেশগুলিতে ভালো সিনেমা, ভালো গান করতে পারে। তবে ভারতে কেন হবে না?'

আমরা ওঁদের সঙ্গীত শুনলে, 'ওদের সিনেমা দেখি, ওরা কেন আমাদের দেখবে না? তাই ভাল মানের শিল্প সৃষ্টির দিকে জোর দিয়েছিলেন এআর রহমান।'  


Follow us on :