Share this link via
Or copy link
করোনা সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। আর মৃত্যু হয়েছে ৩১৫ জনের। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রন্তের সংখ্যাও। দেশে মোট আক্রন্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৫৩ জন। প্রথম দিন থেকেই প্রশাসন ভ্যাক্সিনেশনের ওপর জোর দিয়েছিল। জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন দেওয়াই কী কাল হয়ে দাঁড়াল?
কাটোয়ার বনপুকুর এলাকায় এক ছাত্র ভ্যাকসিন নেওয়ার পরই শরীর অসুস্থ হয়ে পড়ে। আর তারপর বেশ কয়েক দিন চিকিৎসা চলার পরই আচমকা শুক্রবার সকালে মৃত্যু হয় ছাত্রের। এদিন সকালে অবস্থার অবনতি হলে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত ছাত্রের পরিবারের সদস্যদের দাবি, ভ্যাকসিন নেওয়ার পরই শারীরিক অসুস্থতা থেকে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ভ্যাকসিন না নিলে এমন হতো না। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বনপুকুর এলাকায়। মৃত ছাত্রের নাম ইউসুফ মুন্সি। সে সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। চলতি মাসের ৬ তারিখ স্কুল থেকেই ভ্যাকসিন নেয় ওই ছাত্র। তারপর থেকেই সে অসুস্থতা বোধ করে।
পেটে ব্যথা আর শরীর দুর্বল লাগার কারণে প্রথমে কালনা হাসপাতাল। পরবর্তী সময়ে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা করায় ওই ছাত্রের পরিবার। এদিন শুক্রবার ভোর থেকেই ফের অবস্থার অবনতি হলে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপরতন কর জানান, পোস্টমর্টেম করলেই তার সঠিক কারণ অনুসন্ধান হবে। তবে দেশজুড়ে যেভাবে ভ্যাকসিনেশন চলছে ভ্যাকসিনেশনের কারণে সম্ভবত এই মৃত্যু নয়।