দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৩২০৫ জন, এই সংখ্যা ধরে সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৫০৯। একদিনে মৃত্যু হয়েছে ৩১ জনের, যাঁদের মধ্যে ২৯ জন কেরলের। দেশে করোনার জেরে মোট মৃতের সংখ্যা ৫,২৩,৯২০ জনের। ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৭৪% এবং সক্রিয় সংক্রমণের হার ০.০৫%।
গত একসপ্তাহে দেশে পজিটিভিটি রেট ০.৭৬% এবং দৈনিক আক্রান্তের হার ০.৯৮%। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় প্রায় ৩৭২ জন সংক্রমিত বেড়েছে। দেশে এই মুহূর্তে মৃত্যুর হার ১.২২%, গত দুই বছরে এই সংক্রমণ থেকে সুস্থ হয়েছে ৪,২৫,৪৪,৬৮৯ জন।
রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় বুধবার তুলনামূলক একই রকম ছিল। মঙ্গলবারের তুলনায় এদিন আক্রান্তের (New cases) সংখ্যা যেমন সামান্য হলেও কমেছে, তেমনি সুস্থতার (Recovery) সংখ্যাও সামান্য বেড়েছে। কিন্তু এই কমে যাওয়া বা বৃদ্ধির পরিমাণ খুবই নগণ্য হওয়ায় সামগ্রিকভাবে এর বড় প্রভাব নেই।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১ এবং সুস্থ হওয়ার সংখ্যা ৩২। উল্লেখ্য, আগেরদিন এই দুটি সংখ্যা ছিল যথাক্রমে ৩৪ এবং ২৭। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা কমা এবং সুস্থতার সংখ্যায় বৃদ্ধি স্বস্তিরই লক্ষণ।