ব্রেকিং নিউজ
Corona Update: করোনার তৃতীয় ঢেউ সামলে ছন্দে ফিরছে দেশ, ধীরে ধীরে কমছে সংক্রমণও
Homecovid19Corona Update: করোনার তৃতীয় ঢেউ সামলে ছন্দে ফিরছে দেশ, ধীরে ধীরে কমছে সংক্রমণও
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-22 09:28:19
করোনার তৃতীয় ঢেউ সামলে ছন্দে ফিরছে দেশ। ধীরে ধীরে কমছে সংক্রমণও। শেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯৪,৭৭৪। সুস্থ হয়ে উঠেছেন ২,৫১,৭৭৭ জন। সংক্রমণের হার ৫.২৩ শতাংশ। অন্যদিকে সুস্থতার হার ৯৩.৫০ শতাংশ। মৃত্যু হয়েছে ৭০৩ জনের। সংক্রমণের শীর্ষে কেরালা। সেখানে ৩০,৬৪০ জন আক্রান্ত, মৃত ৩৪১। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেরাজ্যে এদিন আক্রান্ত হয়েছেন ২৫,৫৮২ জন, মৃত ২৯। এখনও পর্যন্ত ১৬০ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে দেশে। সম্ভবত ওমিক্রনেই শেষ হবে করোনা অতিমারী। আশ্বাস চিকিত্সকদেরও।
তবে সংক্রমণ এড়াতে কোরনা বিধি মেনে সচেতন থাকা জরুরি বলে মনে করছে চিকিৎসকমহল। বাড়িতে কেউ পজিটিভ হলেই পরিবারশুদ্ধ সকলের RTPCR করানোর কোনও দরকার নেই। উপসর্গ দেখা দিলে তবেই কোভিড টেস্ট করাতে হবে। পজিটিভ নয়, অথচ জ্বর- কাশি। সেক্ষেত্রে নিজেকে কোভিড পজিটিভ ভেবে নিয়ে ওষুধ খেতে হবে। জ্বর না কমলে নিতে হবে ডাক্তারের পরামর্শ, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।