ব্রেকিং নিউজ
Corona update india দেশে বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যাও
Homecovid19Corona update india দেশে বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যাও
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-16 12:03:08
বেড়েই চলেছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেট। পাশাপাশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, জানুয়ারির শেষে দেশে ওমিক্রনের সংক্রমণ চূড়ান্ত জায়গায় পৌঁছে যেতে পারে। যার জেরে রাজ্যে জারি হওয়া করোনার বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ল। অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি থাকল। কিন্তু কোনও কিছুতেই যেন সংক্রমণে লাগাম দেওয়া যাচ্ছে না।
রবিবার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। যা গতকালের তুলনায় ২ হাজার ৩৬৯ জন বেশি। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৬.২৮ শতাংশ। একদিনে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। যদিও মৃতের সংখ্যা কিছুটা হলেও কম। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন। পাশাপাশি দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৪৩ জন।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৭২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৬ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ৬৪ জন। কিন্তু মৃত্যু হয়েছে ৩৯ জনের। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, আক্রান্ত এবং মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ২২ হাজার ৬৪৫ এবং ২৮ জন। ফলে এই মৃত্যু সংখ্যার উর্ধ্বমুখী প্রবণতা উদ্বেগ কিছুটা হলেও বাড়িয়ে দিল। এদিন অবশ্য পজিটিভিটি রেট কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৫৭২ জনের। পজিটিভিটির হার ২৯.৫২ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৩১ শতাংশের কিছু বেশি।
তবে এই দফায় কিছু ক্ষেত্রে করোনার বিধিনিষেধে ছাড় দিয়েছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য বিয়েবাড়ি সংক্রান্ত বিধিনিষেধে আংশিক ছাড়। শনিবারের নির্দেশিকায় বলা হয়েছে, বিয়েবাড়িতে ২০০ জনের উপস্থিতিতে ছাড় থাকছে। পাশাপাশি মেলার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। খোলা আকাশের নীচে করোনাবিধি মেনে মেলার আয়োজন করা যেতেই পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।