ব্রেকিং নিউজ
Covid restrictions bengal করোনাকালে বিয়েবাড়িতে ২০০ জন নিমন্ত্রিতের ছাড়পত্র দিল নবান্ন
Homecovid19Covid restrictions bengal করোনাকালে বিয়েবাড়িতে ২০০ জন নিমন্ত্রিতের ছাড়পত্র দিল নবান্ন
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-15 19:00:54
করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনা আবহেই হয়ে গেল গঙ্গাসাগর মেলা। সংক্রমণ মোকাবিলায় রাজ্য় প্রশাসন তৎর। আরও ১৫ দিন বাড়ল করোনার বিধিনিষেধের মেয়াদ অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি থাকল।
তবে এই দফায় কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য বিয়েবাড়ি সংক্রান্ত বিধিনিষেধে আংশিক ছাড়। শনিবারের নির্দেশিকায় বলা হয়েছে, বিয়েবাড়িতে ২০০ জনের উপস্থিতিতে ছাড় থাকছে। বিয়ের মতো অনুষ্ঠানে ৫০ জনের মধ্যে কীভাবে নিমন্ত্রিতের সংখ্যা বেঁধে রাখা যাবে, তা বুঝতে পারছিলেন না অনেকেই। নয়া নির্দেশিকায় কিছুটা হলেও তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
গত ২ জানুয়ারি রাজ্য়ের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনার বিধিনিষেধ ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল, বিয়েবাড়িতে সর্বোচ্চ ৫০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। সেই নির্দেশিকার আংশিক বদল আনা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গেছে, মেলার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। খোলা আকাশের নিচে করোনাবিধি মেনে মেলার আয়োজন করা যেতেই পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।