রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই কমল। আগের হিসাবে এটা এখনও বেশি হলেও গত দুদিন যেভাবে তা উদ্বেগজনক জায়গায় চলে গিয়েছিল, সেই প্রবণতায় এদিন কিছুটা রাশ টানা সম্ভব হয়েছে।
সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১১৩২। এদিন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, রবিবার ছুটির দিনেও আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়ে গিয়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, একইসঙ্গে তিনজনের মৃত্যুও হয়েছিল। ঠিক তার আগের দিন, অর্থাত্ শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪৯৯। ওইদিনও মৃত্যু হয়েছিল তিনজনের। সেই হিসাবেই বলা যায়, ক্রমবর্ধমান সংক্রমণে এদিন রাশ পড়েছে।
বুলেটিন অনুযায়ী, এদিন সুস্থতার সংখ্যা ছিল ৫৭৬। সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১১ হাজার ১৩৯ এ। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১০ হাজার ৬৯৪ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৫ জন।
সংক্রমণের সংখ্যা এদিন যেমন গত দুদিনের তুলনায় কম, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছেও অনেক কম সংখ্যায়। যেমন এদিন নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৭ হাজার ৪৭৮। রবিবার যা প্রায় ১৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
তবে সংক্রমণ কমলেও পজিটিভিটি রেট এদিন বেশিই ছিল, ১৫.১২ শতাংশ। আগের দিন যা ছিল ১৪.১০ শতাংশ। ফলে স্বস্তির জায়গা তেমন একটা নেই বলেই মনে করা হচ্ছে।