রাজ্যের সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ। একদিনে সংক্রমিত ৪২, মৃত শূন্য। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন, সুস্থতার হার ৯৮.৯৩%। এদিকে, দেশের করোনা সংক্রমণে (Corona Graph) স্বস্তি মিললেও ফের বেড়ে চলেছে মৃত্যুসংখ্যা (Death rate)। যদিও, ভয়ের কোনও কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনার (Corona) সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো বলেও জানাচ্ছেন তাঁরা। তবে করোনার বিধিনিষেধ শিথিল করা হলেও বারবার সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে প্রশাসন।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। যা বৃহস্পতিবার ছিল ২ হাজার ৩৬৪। একদিনে মৃত্যু হয়েছে ২০ জনের। বৃহস্পতিবার যেখানে মৃত্যুসংখ্যা (Death rate) ছিল ১০। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৩২৩ জন। মোট আক্রান্তের ১.২২ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১৪ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯২ হাজার ৪৫৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪ জন। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) দাঁড়িয়েছে ০.৫০ শতাংশে। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ (Vaccination) হয়েছে ১৯১ কোটি ৯৬ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ১৭৯ জন।