২৯ মার্চ, ২০২৪

Bengal Corona: উৎসবের প্রাক্কালে সামান্য বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ-মৃত্যু
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-31 21:04:43   Share:   

রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (Coronavirus) এবং মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত (Covid-19) ২৭২ জন, মৃত ৩। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৫ জন, সুস্থতার হার ৯৮.৮৬%। সামান্য বেড়েছে পজিটিভিটি রেট (Positivity Rate) বা আক্রান্তের হার। রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের হার ২.৭২%।

এদিকে, ফের ৭ হাজারের ঘরে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এখনই বিদায় নয় করোনা ভাইরাস নামক মহামারী, তা স্পষ্ট। মঙ্গলবার ৫ হাজারের ঘরে নেমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। বুধবার পাশাপাশি মৃত্যুসংখ্যাও ঊর্ধ্বমুখী। স্বস্তি অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২৩১ জন। যা মঙ্গলবার ছিল ৫ হাজার ৪৩৯ জন। গতকালের তুলনায় বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের। মঙ্গলবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩০। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৮৭৪ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ২.০৫ শতাংশ।


Follow us on :