রাজ্যে (Bengal Covid) সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ(corona graph), কমেছে মৃত্যুসংখ্যা (Corona Death)। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৩৮, মৃত ৪। একদিনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০৯, সুস্থতার হার ৯৮.৫৮%। বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট (Positivity Rate) ৬%-এর নীচে নেমে ৫.৯০%।
এদিকে, দেশের করোনা গ্রাফে খানিক স্বস্তি। করোনা সংক্রমণ নামল ২০ হাজারের নিচে। তবে উদ্বেগ বাড়ছে দিল্লির করোনা সংক্রমণ নিয়ে। গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণের হার। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৪০৬ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল ২০ হাজার ৫০০-র গণ্ডি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও।
দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় মৃত ৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯।
অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ বেড়েছে দিল্লিতে। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত ২৪১৯ জন। গত ২৪ ঘণ্টায় যেমন মহারাষ্ট্রে করোনা সংক্রমিত দু’হাজারের বেশি। চিন্তায় রাখছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান।