২৮ মার্চ, ২০২৪

Bengal Corona: করোনা গ্রাফে স্বস্তি, একধাক্কায় অনেক কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-29 20:55:24   Share:   

রাজ্যে একধাক্কায় অনেক কমেছে করোনার দৈনিক সংক্রমণ (Covid-19) এবং মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত ১০০ জন আর মৃত (Covid Death) এক। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১১ জন, সুস্থতার হার বেড়ে ৯৮.৮৫%। রাজ্যের এই মুহূর্তে পজিটিভিটি রেট (Positivity Rate) বা আক্রান্তের হার ১.৮৪%। সার্বিক এই করোনা গ্রাফে অনেকটাই স্বস্তিতে রাজ্য প্রশাসন।

এদিকে, বিরাট স্বস্তি। অনেকটা নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ। সপ্তাহের শুরুতে একেবারে ৭ হাজারের ঘরে নেমে গিয়েছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃত্যুসংখ্যাও নিম্নমুখী। স্বস্তি অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৫৯১ জন। যা রবিবার ছিল ৯ হাজার ৪৩৬ জন। গতকালের তুলনায় অনেকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের। রবিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৫৭। ফলে মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৭৯৯ জন। বর্তমানে দেশের পজিটিভিটি রেট ৪.৫৮ শতাংশের কাছাকাছি।



Follow us on :