ব্রেকিং নিউজ
Corona Bengal: রাজ্যে করোনার পরিসংখ্যানে তেমন উল্লেখযোগ্য হেরফের নেই
Homecovid19Corona Bengal: রাজ্যে করোনার পরিসংখ্যানে তেমন উল্লেখযোগ্য হেরফের নেই
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-04 20:42:14
রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় বুধবার তুলনামূলক একই রকম ছিল। মঙ্গলবারের তুলনায় এদিন আক্রান্তের (New cases) সংখ্যা যেমন সামান্য হলেও কমেছে, তেমনি সুস্থতার (Recovery) সংখ্যাও সামান্য বেড়েছে। কিন্তু এই কমে যাওয়া বা বৃদ্ধির পরিমাণ খুবই নগণ্য হওয়ায় সামগ্রিকভাবে এর বড় প্রভাব নেই।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১ এবং সুস্থ হওয়ার সংখ্যা ৩২। উল্লেখ্য, আগেরদিন এই দুটি সংখ্যা ছিল যথাক্রমে ৩৪ এবং ২৭। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা কমা এবং সুস্থতার সংখ্যায় বৃদ্ধি স্বস্তিরই লক্ষণ।
যদিও এর জেরে সক্রিয় আক্রান্তের সংখ্যায় (Active cases) তেমন হেরফের ঘটেনি। মঙ্গলবার সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৪১২। বুধবার তা হয়েছে ৪১১।
পাশাপাশি পজিটিভিটি রেটও (Positivity Rate) সামান্য বেড়েছে। মঙ্গলবার তা ছিল ০.৪২ শতাংশ। বুধবার তা বেড়ে হয়েছে ০.৫০ শতাংশ।
ফলে গত কদিন ধরে পরিসংখ্যানে যে ওঠানামা চলছে, তাতে এদিনও বড় ধরনের কোনও পরিবর্তন এল না।