ইঞ্জেকশন-এ ভয়, অথচ করোনা টিকা নিতেই হবে! এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ভারত বায়োটেক। সম্প্রতি ভারতের প্রথম নাসাল কোভিড টিকার তৃতীয় ক্লিনিক্যাল পর্যায়ের ট্রায়ালের অনুমোদন পেয়েছিল। শনিবার ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কৃষ্ণ এলা জানিয়েছেন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং আগামী মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে সংস্থাটি তাদের তথ্য জমা দেবে।
সংবাদসংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ড. এলা বলেন, সবেমাত্র একটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। একটি ডেটা অ্যানালাইসিস চলছে এখন। আগামী মাসে নিয়ন্ত্রক সংস্থার কাছে তথ্য জমা দেওয়া হবে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এটি হবে বিশ্বের প্রথম ক্লিনিক্যালি প্রমাণিত অনুনাসিক কোভিড-১৯ টিকা বলে জানালেন তিনি।
ডঃ এলা প্যারিসে ভিভা টেকনোলজি ২০২২-এর স্পিকার হিসাবে ছিলেন। যেখানে ভারতকে বছরের সেরা দেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল। ভারতের ড্রাগ কন্ট্রোলার চলতি বছরের জানুয়ারিতে ভারত বায়োটেককে তাদের কোভিড-১৯ অনুনাসিক ভ্যাকসিনের উপর তৃতীয় ধাপের স্বতন্ত্র পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছিল।
কোভিড-১৯-এর বুস্টার ডোজ নিয়ে ড. এলা বলেন, যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে। তিনি আরও বলেন, 'ভ্যাকসিনের বুস্টার ডোজ ইমিউনিটি দেয়। বুস্টার ডোজ প্রতিটি টিকার জন্য একটি গুরুত্বপূর্ণ ডোজ। কোভিড-১৯ শতভাগ নির্মূল করা যাবে না। তবে এটিকে নিয়ন্ত্রণ করা সকলের হাতেই রয়েছে বলে জানান তিনি।