LATEST NEWS
28 May, 2023

Corona Bengal: রাজ্যে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-১১ ২০:৩৬:৩৫   Share:   

রাজ্যে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হল। বুধবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, একদিকে করোনা আক্রান্তের (Corona new cases) সংখ্যা যেমন কমেছে, তেমনি বেড়েছে সুস্থতা (Recovery)। পাশাপাশি পজিটিভিটি রেটও কমেছে অনেকটাই। এসবের জেরে স্বাভাবিকভাবেই কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা।

এবার দেখা যাক, কোন কোন ক্ষেত্রে এদিনের পরিসংখ্যান স্বস্তিদায়ক। প্রথমত, এদিন আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২৫ এ, যা গত কদিন ৫০ এর আশপাশে ওঠানামা করছিল। এরচেয়েও লক্ষ্যণীয় বিষয় হল, এদিন আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা যথেষ্ট বেশি, ৪৭। এটাও গত কদিন উল্টো পথে যাচ্ছিল।

Ad code goes here

পজিটিভিটি রেট (Positivity Rate) মঙ্গলবার ছিল ০.৬৮ শতাংশ। এদিন তা কমে হয়েছে ০.২৭ শতাংশ।

Ad code goes here

এসবের জেরেই কমতে শুরু করেছে সক্রিয় আক্রান্তের (Active corona cases) সংখ্যা। যেমন গত কয়েকদিনের পর এদিনই তা ৪০০র নিচে নেমে এসে হয়েছে ৩৯৫। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৮৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন।

Ad code goes here

বিগত কয়েকদিনের যে প্রবণতা, তাতে আক্রান্ত সহ বিভিন্ন ক্ষেত্রের পরিসংখ্যানে রোজই ওঠানামা চলছে। এখন উর্ধ্বমুখী ধারাকে থামিয়ে করোনাকে শূন্যে নামিয়ে আনাটাই মূল চ্যালেঞ্জ।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :