আরও ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। সাড়ে ৪ মাস পর রাজ্যে দৈনিক আক্রান্ত দেড় হাজারের কাছে, কলকাতায় ৫৮৯। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল হাজারের কাছাকাছি । বুধবার এক লাফে তা বেড়ে পৌঁছল দেড় হাজারের কোঠায়। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন। এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ১২.৭৪ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে পাঁচ হাজার ৮৮৫।
দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে চিন্তা বাড়ছে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে। ওই জেলায় আক্রান্ত ৩৮৮ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ওই তিন জেলায় দৈনিক আক্রান্ত যথাক্রমে ৮৭ জন, ৭৭ জন, ৬৪ জন। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১২.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দু’জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে এ পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৮ জনের। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
মঙ্গলবারের তুলনায় বাড়ল সুস্থতার সংখ্যা। এদিন করোনা থেকে মুক্ত হয়েছেন ২৯৬ জন। রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭৯৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। বুধবার মোট ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
তবে করোনা রুখতে টিকাকরণের উপর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিন ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩৬ লক্ষ ৯১ হাজার ৩৩১। করোনার বাড়বাড়ন্তে করোনা বিধি মেনে চলার বার্তা বিশেষজ্ঞদের।