রাজ্যে করোনা সংক্রমণ মঙ্গলবারও ৫০ এর নিচে নামল না। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। সেই তুলনায় সুস্থতার সংখ্যা বেশ কম, ৪১ জন। উল্লেখ্য, সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ এবং সুস্থতার সংখ্যা ছিল ৩৯। তুলনামূলক বিশ্লেষণে বোঝাই যায়, গত কদিনের তুলনায় আক্রান্ত যেমন অনেকটা বেড়ে গিয়েছে, তেমনি সুস্থতার সংখ্যায় কিন্তু সেভাবে উন্নতি ঘটেনি।
ফলে দিন দিন সক্রিয় আক্রান্তের সংখ্যায় তেমন হেরফের হচ্ছে না। এক সময় এই সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৫০ এর নিচে নেমে গিয়েছিল। অথচ সোমবার তা প্রায় ৪০০ র ঘর ছাপিয়ে হয়েছিল ৪১২। এর মধ্যে হোম আইসোলেশনে ছিলেন ৩৮৯ জন এবং হাসপাতালে ২৩ জন। মঙ্গলবার সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয়েছে ৪৩২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪১০ জন এবং হাসপাতালে রয়েছেন ২২ জন।
পজিটিভিটি রেট দীর্ঘদিন পর ১ শতাংশের বেশি হয়েছিল সোমবার। মঙ্গলবার তা সামান্য কমেছে, এই যা। এদিন তা ছিল ০.৯০ শতাংশ।