করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গিয়েছিল। শুক্রবার সেই সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১৭৩৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪৫৬ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৭৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৭ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৭ হাজার ৯৫০ জন।
পরীক্ষার সংখ্যাও বাড়ছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ১১ হাজার ৮১১। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪.৭২ শতাংশ।
গত কদিনের পরিসংখ্যান থেকেই পরিষ্কার, করোনা পরিস্থিতির ধীরে ধীরে ব্যাপক অবনতি ঘটছে। প্রতিটি দিনই সংক্রমণের উর্ধ্বমুখী চেহারাই সামনে আনছে।
অন্যদিকে, শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ০৭০ জন। যা বৃহস্পতিবার ছিল ১৮ হাজার ৮১৯ জন। যা গতকালের তুলনায় কিছুটা কম। একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। বৃহস্পতিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩৯। ফলে মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জন।
অর্থাত্ দেশে করোনা-চিত্র কিছুটা স্বস্তিদায়ক হলেও রাজ্যের পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে।