দেশের করোনা সংক্রমণে (Corona Graph) স্বস্তি মিলছে ধীরে ধীরে। মৃত্যু সংখ্যা বা সংক্রমণের গ্রাফ বাড়লেও, ভয়ের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনার (Corona) সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো বলেও জানাচ্ছেন তাঁরা। তবে করোনার বিধিনিষেধ শিথিল করা হলেও বারবার সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে প্রশাসন।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৩২৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ২.৮ শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। একদিনে সে রাজ্যে সংক্রমিত ৫৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের নিরিখে বাকি পাঁচ রাজ্য হল যথাক্রমে দিল্লি (৫৩০), মহারাষ্ট্র (৩১১), হরিয়ানা (২৬২) এবং উত্তরপ্রদেশ (১৪৬)। অর্থাৎ মোট সংক্রমিতের ৭৭.৭ শতাংশই এই পাঁচ রাজ্যের। ফলে দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ কোটি ৩১ লক্ষ ৩৪ হাজার ১৪৫। তবে এরইমধ্যে স্বস্তি দিচ্ছে কমতে থাকা সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৯৯৬। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮।