বুধবার দৈনিক সংক্রমণ ২০০ ছাড়িয়ে হয়েছিল ২৩০। মৃত্যুও হয়েছিল একজনের। বৃহস্পতিবার পরিস্থিতির সামান্য উন্নতি হল। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১৯৮। স্বস্তির বিষয়, করোনা কারও প্রাণ কেড়ে নেয়নি। তবুও উদ্বেগ কাটছে না। কারণ, দিনের পর দিন সংক্রমণ বৃদ্ধি এবং একইসঙ্গে সুস্থতার সংখ্যা কমে যাওয়ার জেরে সক্রিয় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছে। যেমন বুধবার সুস্থতার সংখ্যা ছিল ৫৮। এদিন তা সামান্য বেড়ে হয়েছে ৬১। কিন্তু সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১০০ ছাপিয়ে হয়েছে ১১৭৪। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১১৩৩ জন এবং হাসপাতালে রয়েছেন ৪১ জন।
বিগত কয়েকদিনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে, হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু একটু একটু করে বাড়ছে। কদিন আগেও তা ২০ র আশপাশে ছিল। বিশেষজ্ঞরা বলছিলেন, এবারের সংক্রমণের নতুনত্বই হল, আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। এখনও পরিস্থিতি হয়তো তেমনই রয়েছে। কিন্তু ধীরে ধীরে তাও উর্ধ্বমুখী। উল্লেখ্য, বুধবার সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ১০৩৭। তার মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৩০ জন। অর্থাত্ একদিনে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার পজিটিভিটি রেট ছিল ২.২৬ শতাংশ।