ব্রেকিং নিউজ
Corona India: করোনায় মৃত্য়ু হাজার ছাড়াল! বাধ্যতামূলক মাস্ক
Homecovid19Corona India: করোনায় মৃত্য়ু হাজার ছাড়াল! বাধ্যতামূলক মাস্ক
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-26 10:41:20
নতুন করে করোনা (Corona) চোখ রাঙাচ্ছে দেশে। তৃতীয় ঢেউয়ের (Third Wave) প্রকোপ সামলে সুস্থতার পথে এগোচ্ছিল দেশ। বর্তমানে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনাগ্রাফ (Corona Graph)। বিশেষ করে রাজধানী দিল্লির (Delhi)অবস্থা রীতিমতো উদ্বেগ ধরাচ্ছে। সরকারের তরফ থেকে শিথিল করা হয়েছিল করোনার (Covid-19) বিধিনিষেধ। আর তার ঠিক একমাসের মধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার। দিল্লির বিভিন্ন স্কুলে জারি করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। এদিকে দেশে লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা। যা রীতিমতো আতঙ্কের।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। যা সোমবার ছিল ২ হাজার ৫৪১ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩৯৯ জনের। সোমবার মৃত্যুসংখ্যা ছিল ৩০। ফলে মৃত্যুসংখ্যা যে অনেকটাই উর্ধ্বমুখী তা পরিসংখ্যান থেকে স্পষ্ট।দৈনিক পজিটিভিটি রেটও কমে হয়েছে ০.৫৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৭০ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৩১১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৩৬ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ (Vaccination) হয়েছে ১৮৭ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২২ লক্ষের বেশি।
তবে জুনেই আছড়ে পড়তে চলেছে কোভিডের চতুর্থ ঢেউ (Covid 4th Wave), তা নিয়ে বারবার সতর্ক করছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসক মহল। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ১২ বছরের বেশি শিশুদের জন্য এই ভ্যাকসিন (Vaccine) দেওয়া হত। এবার সরকারের বিশেষজ্ঞ কমিটি ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার বায়োলজিক্যাল ই-র তৈরি কর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিয়েছে। অন্যদিকে ফের আগের মতোই বিভিন্ন রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করে দিচ্ছে। সোমবার কর্ণাটক এবং ছত্তিশগড় মাস্ক বাধ্যতামূলক ঘোষণা করেছে। আগামী দিনে বাংলাও সে পথে হাঁটতে পারে বলে মনে করছে একাধিক মহল।