চতুর্থ ঢেউ যে আসন্ন তাতে আর কোনও সন্দেহ নেই। একলাফে ১৮ হাজারের গণ্ডি টপকে গেল দেশের করোনা সংক্রমণ। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যা। অন্যদিকে ১ লক্ষ পার করেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বেড়ে চলেছে পজিটিভিটি রেট। এখনই সতর্ক না হলে ফের যে ঘরবন্দি হতে হবে তা বলাবাহুল্য।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। যা বুধবার ছিল ১৪ হাজার ৫০৬ জন। যা গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। বুধবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৩০। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৮২৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৮৯৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। দেশে অ্যাকটিভ কেসের ০.২৪ শতাংশে পৌঁছে গিয়েছে।
উল্লেখ্য, কেরলেই আক্রান্ত ৪ হাজারের বেশি। মহারাষ্ট্রের অবস্থাও তথৈবচ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু। সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটির রেট ৩.৭২ শতাংশ।