শনিবারের তুলনায় রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও এখনও তা ২৪ ঘণ্টার হিসাবে একশোর বেশিই। ফলে স্বস্তির জায়গা তেমন নেই। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছেন ১২৩ জন। উল্লেখ্য, শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯।
তবে বরাবরের মতোই উদ্বেগের আরও একটি জায়গা হল, সুস্থতার সংখ্যায় তেমন উল্লেখযোগ্য উন্নতি না থাকা। এদিনের হিসাবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ জন, শনিবার যা ছিল ৫২। অর্থাত্, আক্রান্তের সংখ্যা ভালোরকম বাড়লেও সুস্থতার সংখ্যা সেভাবে বাড়ছে না। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমছে না। উল্টে আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৭৩১। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৭১৩ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেল ১৮ জন। উল্লেখ্য, একদিন আগে শনিবারই এই সংখ্যা ছিল ৬৬২। আরও মনে করিয়ে দেওয়া যায়, মাত্র কিছুদিন আগে এই সংখ্যা নেমে এসেছিল সাড়ে তিনশোর নিচে। ফলে করোনা নিয়ে উদ্বেগের একটা জায়গা কিন্তু তলে তলে তৈরি হচ্ছে।