লাগাতার ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। ওমিক্রনের (Omicron) নয়া ভ্যারিয়েন্ট BA.4, BA.5, মাঙ্কিপক্স (Monkeypox) সহ একাধিক আতঙ্কের মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠছে সংক্রমিতের সংখ্যা। পরপর তিনদিনই বেশ অনেকটাই বেড়েছে করোনা (Coronavirus) আক্রান্তের গ্রাফ। তবে মৃত্যুসংখ্যা সামান্য কমলেও ফের ভয় ধরাচ্ছে দৈনিক করোনা (Covid-19) পরিসংখ্যান। বাড়ছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭১০ জন। যা বৃহস্পতিবার ছিল ২ হাজার ৬২৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। বৃহস্পতিবার যেখানে মৃত্যুসংখ্যা (Death rate) ছিল ১৮। ফলে মৃত্যুসংখ্যা যে সামান্য নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৫৩৯ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৯৬ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৭ হাজার ১৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ (Vaccination) হয়েছে ১৯২ কোটি ৯৭ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। গতকাল দেশে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।