রাজ্যে করোনা সংক্রমণের চিত্র এবার কিন্তু কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে। কারণ, গত কদিন যে দৈনিক সংক্রমণ ৫০ এর ওপরে থাকছিল, সে কথা আগেই উল্লেখ করা হয়েছে। এবার তা দ্রুতগতিতে ১০০ র দিকে এগিয়ে গেল। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৫ তে। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যাও এবার বেড়ে ৫০০ র দিকে এগচ্ছে। এদিন সেই সংখ্যা ছিল ৪৬৯। যদিও কদিন আগেও এটা ৪০০ র নিচে নেমে গিয়েছিল। এদিন পর্যন্ত ৪৪৩ জন রয়েছেন হোম আইসোলেশনে এবং ২৬ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।
সেই তুলনায় কিন্তু সুস্থতার সংখ্যা আশানুরূপ নয়। যেমন এদিন আক্রান্তের সংখ্যা যেখানে ৮৫, সেই জায়গায় সুস্থতার সংখ্যা ৪৮। এই কারণেই সক্রিয় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে।
বাড়ে চলেছে পজিটিভিটি রেটও। এদিন তা ছিল ১.০৭ শতাংশ। অর্থাত্, গত জিন-চারদিনে তা ১ শতাংশ ছাড়িয়ে গেল।