দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি। বৃহস্পতিবার থেকে কমেছে দেশের দৈনিক সংক্রমণ (Covid-19)। রবিবারও সেই ধারা বজায় রেখেছে দেশের কোভিড গ্রাফ। যদিও চিন্তার বিষয় অ্যাকটিভ কেসের (Active Case) ক্ষেত্রে। তবে ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। যা শনিবার ছিল ৫ হাজার ৭৪৭ জন। একদিনে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা আগের দিনের অরায় সমান। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৩৩৭ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৬ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ৯২২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৯২৯ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৫৫৫ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৬ কোটি ৫৬ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ১৪ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ২ লক্ষ ৮৯ হাজার ২২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।