২৬ এপ্রিল, ২০২৪

Corona India: দেশের দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী, স্বস্তি মৃত্যুসংখ্যাতেও
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-03 12:20:48   Share:   

আজ মহাঅষ্টমী। উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠেছেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে। টানা কয়েকদিনে নিম্নমুখী (Coronavirus) ধারা অব্যাহত। কিছুটা স্বস্তি মৃত্যুসংখ্যার (Death) ক্ষেত্রে। তবে এখনও সামান্য চিন্তায় রাখছে পজিটিভিটি রেট (Positivity Rate)। দেশের পজিটিভিটি রেট ১.৩১ শতাংশের কাছাকাছি।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৩ হাজার ০১১ জন। যা রবিবার ছিল ৩ হাজার ৩৭৫। সংক্রমণ নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ হাজার ১২৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৩২ হাজার ৬৭১ জন করোনামুক্ত হয়েছেন।

বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৩ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৭৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৮৯ লক্ষ ৫৭ হাজারের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ১ লক্ষ ৩৪ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।


Follow us on :