২৫ এপ্রিল, ২০২৪

Corona India: ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুসংখ্যাও
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-08 11:50:28   Share:   

করোনা মহামারীর (Coronavirus) ভয়বহতা কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছিল বাঙালি। তার রেশ পড়েছে গোটা দেশেও। উৎসবের মরসুমে ফের ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফ (Covid-19)। টানা কয়েকদিন নিম্নমুখী থাকলেও ফের সংক্রমণ বাড়ায় চিন্তায় দেশবাসী। পাশাপাশি ঊর্ধ্বমুখী মৃত্যুসংখ্যাও (Death)।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৯৭ জন। যা শুক্রবার ছিল ১ হাজার ৯৯৭ জন। সংক্রমণ ঊর্ধ্বমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ২৫১ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫১ হাজার ২২৮ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। মৃত্যুসংখ্যাও আগের দিনের থেকে অনেকটা বেড়েছে। করোনা ভাইরাসের প্রাণঘাতী হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৭৮ জনের। বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৯৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ৯৬ হাজার ৮৩৩ জনের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।


Follow us on :