দেশে করোনা গ্রাফ উদ্বেগজনক। নতুন করে ফের বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টও চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮৪০ জন। গতকালের তুলনায় যা সামান্য বেশি। বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৯ শতাংশ। দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬।
পাশাপাশি উদ্বেগজনক ৫ রাজ্যের সংক্রমণ। দিল্লির করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কেরালা। সেখানে একদিনে আক্রান্ত ৩৩১০জন। এরপরই রয়েছে এ রাজ্য। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত ২৯৫০ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ২৯৪৪, তামিলনাড়ুতে ২৭২২ এবং কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ১০৩৭।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে । করোনা বিধি সম্পূর্ণরূপে মেনে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের।