রাজ্যে করোনার প্রকোপ রবিবার ছুটির দিনে সামান্য হলেও কমল। উল্লেখ্য, গত কদিন ধরেই করোনার সংক্রমণ একটু একটু করে বেড়ে চলেছিল। যেমন বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪২। শুক্রবার তা সামান্য বেড়ে হয়েছিল ৫০। শনিবার তা আরও কিছুটা বেড়ে হয়েছিল ৫৭। ফলে তিনদিনের পরিসংখ্যান থেকেই পরিষ্কার, যে কোনও কারণেই হোক, সংক্রমণ অল্প অল্প করে বাড়ছিল। কিন্তু রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, রাজ্যে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৪০। আশার কথা, সেই তুলনায় সুস্থতার সংখ্যা এদিন ছিল বেশিই। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪৫ জন। গত কয়েকদিনের হিসাব অনুযায়ী, এটাও একটা স্বস্তির জায়গা। কারণ, বরাবরই যেটা দেখা যাচ্ছিল, আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা কম থাকছিল। ফলে বেড়ে যাচ্ছিল সক্রিয় আক্রান্তের সংখ্যা। এদিন তাই সক্রিয় আক্রান্তের সংখ্যা সামান্য কমে হয়েছে ৪১৬ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪০৪ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। শনিবার এটাই ছিল ৪২১।
এসবের পাশাপাশি পজিটিভিটি রেটও ধাপে ধাপে বাড়ছিল। যেমন বৃহস্পতিবার তা ছিল ০.৪৭ শতাংশ, শুক্রবার তা বেড়ে হয় ০.৫৪ শতাংশ এবং শনিবার তা আরও বেড়ে হয়েছিল ০.৬৯ শতাংশ। এদিন তা কমে হয়েছে ০.৫০ শতাংশ।
ফলে ছুটির দিনে করোনার পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। সোমবার থেকে এটা কী দাঁড়ায়, সেদিকেই নজর বিশেষজ্ঞদের।