ব্রেকিং নিউজ
Corona Update: দেশে নিম্নমুখী করোনাগ্রাফ ও মৃত্যুসংখ্যা
Homecovid19Corona Update: দেশে নিম্নমুখী করোনাগ্রাফ ও মৃত্যুসংখ্যা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-12 12:12:54
লাগাতার ঊর্ধ্বমুখী ছিল দেশের করোনাগ্রাফ (Corona Graph)। পাশাপাশি বেড়ে চলেছিল মৃত্যুসংখ্যা (Death Rate)। অন্যদিকে ওমিক্রনের (Omicron) সাব ভ্যারিয়্যান্ট BA.4 ও BA.5 নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে হু। তবে বৃহস্পতিবারের কোভিডগ্রাফে স্বস্তি ফিরেছে দেশে। নিম্নমুখী দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সেই সঙ্গে ফের কমতে শুরু করেছে অ্যাকটিভ কেসও (Active Case)।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। যা বুধবার ছিল ২ হাজার ৮৯৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। বুধবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৫৪। ফলে মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ১৮১ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৩০ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার ১৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ০৬৭ জন। যা গতকালের থেকে বেশি। ফলে ভয় বজায় রাখছে অ্যাকটিভ কেসের সংখ্যা। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ (Vaccination) হয়েছে ১৯০ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৪ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও।
উল্লেখ্য, বিদেশে সফরকারী ভারতীয়দের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম আনা হয়েছে। নিয়ম অনুযায়ী, এবার থেকে বিদেশে সফরকারী যাত্রীরা দ্বিতীয় ডোজ নেওয়ার ৩ মাস পরই করোনা টিকার (Corona Vaccine) বুস্টার ডোজ নিতে পারবেন। সর্বসাধারণের জন্য এই সময়সীমা ৯ মাস।