করোনা সংক্রমণের গ্রাফ গোটা দেশে খানিকটা কম হলেও বুধবারের পরিসংখ্যান অনুযায়ী ফের খানিকটা বেড়ে যায় করোনা (covid-19) আক্রান্তের সংখ্যা। তবে বৃহস্পতিবার সংক্রমণ ৭০ হাজারের নিচে নামে। নিম্নমুখী পজিটিভিটি রেটও (positivity rate)। কিন্তু মৃত্যুসংখ্যা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী।
ইতিমধ্যেই সারা দেশে চালু করোনার বিধিনিষেধ। এবার আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
প্রথমত, আন্তর্জাতিক বিমান যাত্রার আগে এয়ার সুবিধা পোর্টালে প্রত্যেক যাত্রীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও যাত্রীর সমস্ত বিবরণ দিতে হবে।
দ্বিতীয়ত, ৭২ ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে এয়ার সুবিধা পোর্টালে।
করোনার টিকা নেওয়া হয়ে গেলে ভ্যাকসিনের সার্টিফিকেট আপলোড করতে হবে।
ভ্যাক্সিনেশনের সার্টিফিকেট নকল হলে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে। এটা আইনত অপরাধ।
সফরের আগে এয়ার সুবিধা পোর্টালে ৭২ ঘন্টা আগে আরটি-পিসিআর-এর রিপোর্ট ছাড়াও, ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপলোড না করলে, কোনওভাবে যাত্রা করতে দেওয়া হবে না।
উপসর্গহীনদের থার্মাল স্ক্রিনিং করার পরই বিমানে সফর করতে দেওয়া হবে।
জল ও স্থলপথে আন্তর্জাতিক যাত্রীদের জন্য থাকছে একই নির্দেশিকা।