রাজ্যে করোনার (Corona) সংক্রমণ একধাক্কায় অনেকটাই কমে এল। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৩৬। যদিও মৃত্যু (Death) নিয়ে উদ্বেগ রয়েই গেল। কারণ, এদিনও করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৬ জনের। উল্লেখ্য, গত কদিনই করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে, কিন্তু মৃত্যুসংখ্যায় সেভাবে লাগাম পরানো যাচ্ছে না। রবিবার ছুটির দিনে আক্রান্তের (Active Cases) সংখ্যা ছিল হাজারের কাছাকাছি। সেই হিসাবে এদিনের সংখ্যা অনেক কম। কিন্তু রবিবার যেখানে ৭ জনের মৃত্যু হয়েছিল, এদিন সেখানে মৃত্যু হয়েছে ৬ জনের।
সংক্রমণ কমলেও কেন মৃত্যুর সংখ্যা কমছে না, সে বিষয়ে অবশ্য সরকারিস্তরে কোনও বক্তব্য জানা যায়নি। অন্যদিকে, বরাবরই বিশেষজ্ঞরা বলে আসছেন, এবারের করোনা ততটা প্রাণঘাতী নয়। সবচেয়ে বড় কথা, বাড়িতেই চিকিত্সা করে অনেকে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে ভর্তির সংখ্যাও অনেক কম। যেমন এদিনের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৯৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন মাত্র ৩৭০ জন। বাকিরা সবাই রয়েছেন হোম আইসোলেশনে। তারপরেও কেন মৃত্যু সেভাবে কমছে না, তা নিয়ে উদ্বেগ রয়েই যাচ্ছে।
এদিন অবশ্য নমুনা পরীক্ষার সংখ্যাও ছিল অনেক কম, ৬৮৭৯। রবিবার ছুটির দিনেও যা ছিল ১২৯৮৯। ফলে আক্রান্তের সংখ্যা কম হওয়ার এটাও একটা কারণ হতে পারে।