রাজ্যে করোনার সংক্রমণ দু হাজার ছুঁতে চলেছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট। এতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯৭৩ জন। সবচেয়ে বড় কথা, এদিনও তিনজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, তিনজনের মৃত্যু প্রথম, এমনটা নয়। কদিন আগেই একই চিত্র ধরা পড়েছিল। তারপর একটা দিন একটু বিরাম ছিল। এবার ফের সেই চিত্র। কিন্তু সমস্যার সুরাহার পথ সেভাবে চোখে পড়ছে না। চোখের সামনেই দিনের পর দিন একটু একটু করে যেভাবে সংক্রমণ বাড়ছে, তা যে কোথায় গিয়ে ঠেকবে, তা বোঝা খুবই মুশকিল। কারণ, এই ধরনের পরিস্থিতি যে আসতে চলেছে, এমন আশঙ্কা ছিলই। সরকারের পক্ষ থেকে মানুষকে সতর্কও করা হয়েছিল। কিন্তু কে কার কথা শোনে। রাস্তাঘাটে বেরলেই বোঝা যায়, সর্বত্রই অসচেতনতা তুঙ্গে।
এর ফলে হোম আইসোলেশনে থাকা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিনের হিসাবে সেই সংখ্যা ছিল মোট ১২ হাজার ৫১৭। নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে। কারণ, দিন দিন বেশি সংখ্যক মানুষের মধ্যে করোনার উপসর্গ দেখা দিচ্ছে। ফলে অনেকেই ছুটছেন পরীক্ষা করাতে। এদিন নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১২ হাজার ৩৮৫।
অন্যদিকে, পজিটিভিটি রেটও বেড়েই চলেছে। এদিন তা ছিল ১৫.৯৩ শতাংশ।