করোনার টিকাকরণ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন প্রাপকরা এবার থেকে নিতে পারবেন হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তৈরি কর্বেভ্যাক্স। ওই সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এ বিষয়ে তারা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে অনুমোদন পেয়েছে। সংস্থাটির দাবি, ১৮ বছরের উপরে যে সমস্ত মানুষ কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন, তাঁরা কর্বেভ্যাক্স টিকা নিতে পারবেন।
অন্যদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়ে গেল। সঙ্গে একজনের মৃত্যুর খবরও দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৯। গত কদিনে সংখ্যাটা কিন্তু ৫০ এর ওপরে ওঠেনি। একইসঙ্গে সেই তুলনায় সুস্থতার সংখ্যা বেশ কম, মাত্র ৩৬। ফল যা হওয়ার সেটাই হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। এদিন তা ছিল ৩৯৮। অর্থাত্ যা গত কদিনে ৩৫০ এর নিচে নেমে এসেছিল, তা ফের বেড়ে ৪০০ ছুঁইছুঁই। এর মধ্যে ৩৭৩ জন রয়েছেন হোম আইসোলেশনে এবং ২৫ জন ভর্তি আছেন হাসপাতালে।
এদিন নমুনা পরীক্ষার সংখ্যাও খুব একটা কম ছিল না। তা ছিল ৯ হাজার ৬৬৯। পজিটিভিটি রেট ছিল ০.৬২ শতাংশ।