রবিবার ছুটির দিনের পরিসংখ্যান কিছুটা হলেও উদ্বেগে রেখেছিল রাজ্যবাসীকে। কিন্তু সোমবার সেই করোনা সংক্রমণের পরিসংখ্যানই দিল কিছুটা স্বস্তি। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুয়াযী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২৭ এ। যদিও গত দুদিন তা ৫০ এর ওপরে উঠে গিয়েছিল। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যায় উল্লেখযোগ্য উন্নতি নেই। এদিন সেই সংখ্যা ছিল ১৯। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। এদিন যা ৪০০ ছাড়িয়ে গিয়ে হয়েছে ৪০৫। অন্যদিকে, বেড়েছে পজিটিভিটি রেটও। এদিন তা ছিল ০.৫৫ শতাংশ।
উল্লেখ্য, গত দু-বছর ধরে করোনা (corona) কাঁটায় বিদ্ধ গোটা দেশ। একের পর এক পর্ব পেরিয়ে করোনা সংক্রমণ এখন নিম্নমুখী। করোনার বিধিনিষেধ শিথিল হলেও কেন্দ্রের তরফে ভ্যাকসিনেশন ও মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ভ্যাকসিন (vaccine) বা টিকা না নিতে চান, তাহলে তাঁকে বাধ্য করা যাবে না বলে এদিন কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (supreme court)। সোমবার এমনই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চে ছিল মামালার শুনানি।