ব্রেকিং নিউজ
Corona bengal: রাজ্যে ফের করোনায় মৃত্যু, সক্রিয় আক্রান্ত বেড়ে চারশো ছুঁইছুঁই
Homecovid19Corona bengal: রাজ্যে ফের করোনায় মৃত্যু, সক্রিয় আক্রান্ত বেড়ে চারশো ছুঁইছুঁই
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-01 21:26:15
একদিকে দৈনিক করোনা আক্রান্তের (Corona new cases) সংখ্যা বৃদ্ধি। অন্যদিকে, সুস্থতার (Recovery) সংখ্যা কমে যাওয়া। এই দুইয়ের জেরে গত কয়েকদিন ধরে সক্রিয় করোনা আক্রান্তের (Active corona cases) সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, যা কিছুটা হলেও উদ্বেগে রাখছিল বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ মহলকে। রবিবার ছুটির দিন হলেও স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে সেই উদ্বেগ বাড়ল। কারণ, দীর্ঘদিন পর ফের করোনায় রাজ্যে মৃত্যু (Death) হল একজনের।
এদিনের পরিসংখ্যানে আরও দেখা যাচ্ছে, করোনা আক্রান্তের সংখ্যাও ৫০ এর নিচে নামেনি, এদিন যা ছিল ৫৩। অথচ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা ২১, অর্থাত্ আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অর্ধেকেরও কম। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে। কদিন আগে যে সংখ্যা ২৫০ এর নিচে নেমে এসেছিল, বাড়তে বাড়তে এদিন তা পৌঁছে গিয়েছে ৪০০ র কাছাকাছি। তবে আশার কথা একটাই, হাসপাতালে ভর্তির সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে, এদিন ৩৯৭ জন সক্রিয় আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন মাত্র ৬ জন। বাকি ৩৯১ জনই রয়েছেন হোম আইসোলেশনে।
নমুনা পরীক্ষার সংখ্যা এদিনও ১০ হাজারের নিচে নামেনি। আর যেদিকে সবার নজর থাকে, সেই পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হয়েছে ০.৫০ শতাংশ।
ফলে বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে নিয়ে আরও বেশি সতর্ক হওয়ার এটাই উপযুক্ত সময়।