রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল এবং তা ফের টপকালো ৫০ এর গণ্ডি। রবিবার ছুটির দিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা (Corona new cases) দাঁড়াল ৫১। যদিও একদিন আগে শনিবার তা ছিল ৩৯। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার (Recovery) সংখ্যা কিন্তু সেই তুলনায় কম, ৪৪। ফলে একদিকে করোনা আক্রান্তের সংখ্যায় যেমন তেমন নিম্নগামী প্রবণতা উধাও, তেমনি সুস্থতার সংখ্যাও আশানুরূপ জায়গায় পৌঁছচ্ছে না। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যাও (Active cases) সেভাবে কমছে না, বরং বাড়ছে। এদিন সেই সংখ্যা পৌঁছে যায় ৪২৬ এ। এর মধ্যে হোম আইসোলেশনে (Home Isolation) রয়েছেন ৪১০ জন এবং হাসপাতালে ভর্তি (Hospital Admission) রয়েছেন ১৬ জন। উল্লেখ্য, এই সংখ্যাই এক সময় ২৫০র আশপাশে নেমে গিয়েছিল।
অন্যদিকে, নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যাও খুব একটা কম নেই। এদিনের পরিসংখ্যান অনুযায়ী তা ৮ হাজার ১২৭। সবচেয়ে বড় কথা, এভাবে চলতে থাকায় পজিটিভিটি রেটও (Positivity Rate) অল্প অল্প করে বাড়ছে। যেমন এদিন তা ছিল ০.৬৩ শতাংশ।
এবার অন্য কয়েকটি পরিসংখ্যানের দিকে তাকানো যাক। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৫৭৯। এখনও পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৯৫০ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের।