করোনামুক্ত (covid free) হয়ে উঠেছিল চিন (China)। এছাড়া বিশ্বের অনেক দেশও করোনাশূন্য হয়ে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ (coronavirus)। চিন থেকে শুরু করে পশ্চিমী দেশগুলিতে নতুন করে করোনা সংক্রমণ কার্যত চতুর্থ ঢেউয়ের(Covid 4Th wave) ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও জুনেই আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল জাপানের (Japan) এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা শিনোগি অ্যান্ড কো-লিমিটেড (Shinogi & Co Limited)।
ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা সূত্রে জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে একটি ওষুধ তৈরি করা হয়েছে। যা শরীরের ভেতর থাকা ভাইরাসকে(Virus) বার করে দিতে সক্ষম। রবিবার ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণায় আশাজনক ফল পাওয়া গিয়েছে। যা আগামী দিনে করোনার চিকিৎসার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।
এস-২১৭৬২২(S-2176622) নামক ওষুধটি শরীর থেকে সার্স কোভ-২ ভাইরাস দ্রুত নির্মূল করতে সক্ষম। করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে এই ওষুধ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই অ্যান্টি ভাইরাল ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে উত্তীর্ণ হলেই করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে বলে আশাবাদী জাপানের চিকিৎসক মহলের একাংশ।