ব্রেকিং নিউজ
Corona Update: দেশে সংক্রমণে স্বস্তি, মৃত্যুসংখ্যা উর্ধ্বমুখী
Homecovid19Corona Update: দেশে সংক্রমণে স্বস্তি, মৃত্যুসংখ্যা উর্ধ্বমুখী
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-08 12:07:15
কোভিড বিধিনিষেধ (Corona) শিথিলের পরই কার্যত বিশ্বের বিভিন্ন দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ (Covid Graph)। ইতিমধ্যে চিনের (China) প্রায় ৫৬টি শহরে ফের জারি হয়েছে লকডাউন (Lockdown)। স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চিনা প্রশাসন। অন্যদিকে এতদিন ধরে চতুর্থ ঢেউ (4th Wave) আছড়ে পড়ার আশঙ্কা করছিল বিভিন্ন বিশেষজ্ঞ মহল। কিন্তু এই চতুর্থ ঢেউয়ের (4TH Wave) উদ্বগের মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) জানাল, ভয়ের কোনও কারণ নেই। এদিকে দেশের করোনা গ্রাফ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তবে সামান্য স্বস্তি রবিবারের করোনা সংক্রমণে। যদিও ফের ঊর্ধ্বমুখী মৃত্যুসংখ্যা।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (coronavirus) সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। যা শনিবার ছিল ৩ হাজার ৮০৫ জন। এর মধ্যে দিল্লিতেই ১ হাজার ৪০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজধানীতে পজিটিভিটি রেট প্রায় ৪ শতাংশের কাছাকাছি। আক্রান্তের নিরিখে দ্বিতীয় দিল্লি লাগোয়া হরিয়ানা। একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। শনিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ২২। ফলে মৃত্যুসংখ্যা কিছুটা ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ০৬৪ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৭ হাজার ৪৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জন। যা গতকালের থেকে বেশি। ফলে ভয় বজায় রাখছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৫ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ (Vaccination) হয়েছে ১৯০ কোটি ২০ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৭ লক্ষের বেশি।