ব্রেকিং নিউজ
Corona Bengal: রাজ্যে করোনার সংক্রমণে ওঠানামা অব্যাহত
Homecovid19Corona Bengal: রাজ্যে করোনার সংক্রমণে ওঠানামা অব্যাহত
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-10 20:46:02
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় ওঠানামা অব্যাহত। সোমবারই করোনার সামগ্রিক পরিসংখ্যান অনেকটা স্বস্তি দিয়েছিল। কারণ, দীর্ঘদিন পর আক্রান্তের সংখ্যা যেমন কমেছিল, তেমনি আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যাও বেড়েছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। এদিন সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। উল্লেখ্য, সোমবার আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ২১ এ। আর সুস্থতার সংখ্যা ছিল তারচেয়ে বেশি, ৩৯ জন। ফলে এই ওঠানামা কদিন চলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সোমবার পজিটিভিটি রেট নেমে এসেছিল ০.৪১ এ। এদিন সেটাই বেড়ে হয়েছে ০.৬৮ শতাংশ। ফলে বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। তা সোমবারের ৪০৮ থেকে বেড়ে হয়েছে ৪১৭ জন। এর মধ্যে ৪০৯ জন রয়েছেন হোম আইসোলেশনে এবং ৮ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।
করোনার মৃত্যুসংখ্যাকে শূন্যে নামিয়ে আনাটা এক সময় ছিল রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ। এখন করোনা সংক্রমণকে শূন্যে নামিয়ে আনাটাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।