মে মাসের শেষদিনে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ছিল ৪৯। বুধবার তা কমে হয়েছে ৩৯। এই দুদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা যথাক্রমে ৩২ এবং ৩৫। অর্থাত্, বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনার সংক্রমণ সামান্য হলেও কমেছে। একইসঙ্গে বেড়েছে সুস্থতার হারও।
আসলে করোনার গত কয়েকদিনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সংক্রমণ চিত্রে কোনও স্থিরতা নেই। কখনও দৈনিক সংক্রমণ বাড়ছে, কখনও কমছে। ফলে সংক্রমণের ধারা নিয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছনোও বিশেষজ্ঞদের কাছে সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। এককথায় বলা যায়, শেষবেলায় করোনা শেষ হয়েও যেন হচ্ছে না।
এদিকে, বুধবারের সক্রিয় আক্রান্তের চিত্রেও তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৭ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩২৮ জন এবং হাসপাতালে রয়েছেন ২৯ জন।
নমুনা পরীক্ষার সংখ্যাও কিন্তু তেমনভাবে কমেনি। এদিন তা ছিল ৮০২৩। আগেরদিন এই সংখ্যাটা ছিল ৭৪৬৯।
পজিটিভিটি রেট কমে হয়েছে ০.৪৯ শতাংশ।