রাজ্যে করোনার সংক্রমণ এক লাফে এবার ২৪ ঘণ্টায় তিন হাজার ছাড়িয়ে গেল। একইসঙ্গে ওই সময়ে মৃত্যুও হয়েছে পাঁচজনের। করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ২১ হাজার ২৬৫। ফলে পরিস্থিতি যে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার। যদিও এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র হেলদোল নেই। এখনও পর্যন্ত রাস্তাঘাটের যা পরিস্থিতি, তা দেখলে বোঝার উপায়ই নেই, করোনার সংক্রমণ এভাবে দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে।
এদিকে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। ফলে যত বেশি সংখ্যক মানুষ এই বুস্টার ডোজ নিতে এগিয়ে আসবেন, ততই মঙ্গল। কারণ, কেন্দ্র ইতিমধ্যেই এই বুস্টার ডোজ কমবেশি সবার জন্যই ফ্রি করে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০৬৭। ওই সময়ে সুস্থ হয়েছেন ১৮৭৫। বোঝাই যায়, সুস্থতার সংখ্যা আগের তুলনায় বাড়লেও তা সংক্রমণের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা রোজই একটু একটু করে বেড়ে চলেছে। এদিন সেই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে হয়েছে ৩০ হাজার ৪৩। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৯৩০৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩৭ জন।
পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ১৫ হাজার ৬৯৯। পজিটিভিটি রেট এদিন ছিল ১৯.৫৪ শতাংশ।