এক ধাপে ১২ হাজারের গণ্ডি ছাড়াল দেশের কোভিড সংক্রমণ। চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী বলেই অনুমান করোনা পরিসংখ্যানের রিপোর্ট থেকে। উল্লেখ্য, বুধবার ৮ হাজারের ঘরে ছিল করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও ঊর্ধ্বমুখী। তবে সামান্য স্বস্তি মৃত্যুসংখ্যার ক্ষেত্রে। গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে মৃতের সংখ্যা। অন্যদিকে, রাজ্যেও আক্রান্ত ২০০ ছাড়িয়েছে। বলা বাহুল্য, ফের ভয় ধরাচ্ছে সংক্রমণ।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা বুধবার ছিল ৮ হাজার ৮২২ জন। যা গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের। বুধবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ১৫। ফলে মৃত্যুসংখ্যা নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২১৫ জন। দৈনিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।