একদিকে মাঙ্কিপক্সের (Monkeypox) দাপট। প্রত্যেকদিনই দেশে ধরা পড়ছে মাঙ্কিপক্সের নতুন কেস। তার মধ্যে কিছুটা স্বস্তি ছিল দেশের দৈনিক সংক্রমণের (Covid-19) গ্রাফে। সেটাও বেশিদিন স্থায়ী হল না। ফের দেশের সংক্রমণ (Coronavirus) ২০ হাজারের গণ্ডি টপকে গেল। দৈনিক মৃতের সংখ্যাও (Death) ঊর্ধ্বমুখী।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। যা বৃহস্পতিবার ছিল ১৯ হাজার ৮৯৩ জন। গতকালের তুলনায় বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৭০ জনের। বৃহস্পতিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৫৩ । ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৬ হাজার ৬০০ জন।
রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশের দৈনিক পজিটিভিটি রেট ৫.১৪ শতাংশ।
উল্লেখ্য, ইতিমধ্যে ২০৫ কোটি ৫৯ লক্ষ ডোজ পেয়েছেন দেশবাসী। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ১১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। নতুন করে সংক্রমণ বেড়েছে রাজধানী দিল্লিতেও।